নাগরপুর(টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা শ্রমিকলীগের উদ্যোগে নানা আয়োজনে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪০ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত হয়েছে।
সোমবার (১৭ মে) সন্ধ্যায় উপজেলা রিক্সা ও ইজিবাইক শ্রমিক সমিতির অফিসে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুস ছালামের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.শাহালম মিয়ার পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি মো.আনোয়ার হোসেন, অটোরিক্সা,অটোটেম্পো ও সি.এন.জি শ্রমিক ইউনিয়ন নাগরপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো.ঠান্ডু মিয়া সহ বিভিন্ন ইউনিয়ন শ্রমিকলীগ নেতাকর্মী বৃন্দ।
উক্ত অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন মাওলানা শামছুল হক।
উল্লেখ্য- দীর্ঘ ৬ বছর নির্বাসিত থেকে ১৯৮১ সালের এই দিনে দেশে ফেরেন বঙ্গবন্ধুকন্যা। এদিন তাকে বহনকারী উড়োজাহাজটি বিকালে ভারতের রাজধানী নয়াদিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকায় নামলে বিমানবন্দরে লাখো মানুষ তাকে স্বাগত জানান।
You cannot copy content of this page