মোঃ সেলিম রেজা তাজ, ব্যুরো চীফঃ- প্রথম আলার জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি, নির্যাতনকারীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে মানববন্ধন , মিছিল সমাবেশ করেছেন বেনাপোল , শার্শা, বাগআঁচড়ার , সাংবাদিকরা ৷
আজ বৃহস্পতিবার সকাল ১১টার সময় বেনাপোল কাস্টম হাউজের সামনে সীমান্ত প্রেসক্লাব বেনাপোল, বন্দর প্রেসক্লাব, বাগআঁছড়া প্রেসক্লাব, শার্শা প্রেসক্লাব, জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখা ও একতা প্রেসক্লাবের উদ্যোগে এই মানববন্ধন পালন ও মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজদের নির্যাতনের শিকার হয়েছেন সাংবাদিক রোজিনা ইসলাম। তাকে দীর্ঘক্ষণ আটকে রেখে হেনস্থা ও মিথ্যা মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। এসময় দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবি করা হয়।
মানববন্ধন ও অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন শার্শা প্রেসক্লাবের সভাপতি ইয়ানুর রহমান, বিডিনিউজ অনলাইনের শার্শা উপজেলা প্রতিনিধি আসাদুজ্জামান আসাদ আইন, সীমান্ত প্রেসক্লাব বেনাপোল এর সভাপতি সাহিদুল ইসলাম শাহীন ও সাধারণ সম্পাদক আইয়ুব হোসেন পক্ষী, বন্দর প্রেসক্লাবের সভাপতি শেখ কাজিম উদ্দিন , সাধারণ সম্পাদক আজিজুল হক, ও সাংগঠনিক সম্পাদক আনিছুর রহমান , জাতীয় সাংবাদিক সংস্থার শার্শা উপজেলা শাখার সভাপতি আবুল বাশার ও সাধারন সম্পাদক কামাল বিশ্বাস, একতা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি নুজরুল ইসলাম, সাধারন সম্পাদক সুমন হোসাইন, সহ শার্শা, বাগআঁচড়ার প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য সাংবাদিকবৃন্দরা।
You cannot copy content of this page