প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২১, ২০২৫, ৪:১২ এ.এম || প্রকাশের তারিখঃ মে ২১, ২০২১, ১২:২৭ অপরাহ্ণ
করোনায় সাবেক এমপি ফরিদা রহমানের মৃত্যু, দাফন সম্পন্ন
নড়াইলের লোহাগড়া উপজেলার লাহুড়িয়া গ্রামের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর মরহুম জননেতা শাহ্ আতিউর রহমানের সহধর্মিণী, বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, সাবেক সংসদ সদস্য (৯ম জাতীয় সংসদ সংরক্ষিত মহিলা আসন) এবং জননেতা আসিফুর রহমান বাপ্পীর মাতা ফরিদা রহমান কোভিড-১৯-এ আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
ফরিদা রহমানের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, কোভিড-১৯ আক্রান্ত হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার (১৮ মে) দুপুরে ইন্তেকাল করেন। বৃহস্পতিবার (২০ মে) বাদ যোহর মরহুমার প্রথম জানাযার নামাজ অনুষ্ঠিত হয় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে।
এ সময় উপস্থিত ছিলেন এসএসএফ এর সাবেক ডিজি মেজর জেনারেল শেখ মোহাম্মদ আমান হাসান, নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, নড়াইল জেলা যুবলীগের আহবায়ক ওহিদুজ্জামান, লোহাগড়া উপজেলা চেয়ারম্যান শিকদার আব্দুল হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন, লোহাগড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুন্সি আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ূর রহমান, লোহাগড়া উপজেলা ভাইস চেয়ারম্যান বিএম কামাল হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, লোহাগড়া পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী বনি আমিন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ সিহানুক রহমান, ইতনা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আশিকুজ্জামান আহাদ, নড়াইল জেলা যুবলীগের সদস্য শেখ সদরউদ্দীন শামীমসহ আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আছর বাদ দ্বিতীয় জানাযার নামাজ লাহুড়িয়ায় নিজ বাসভবনের আঙ্গিনায় মরহুমার নামাজের জানাযা অনুষ্ঠিত হয়। জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়। পরে মরহুমার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। #
© 2024 Probashtime