মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ফুলবাড়ীতে কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
করোনা কালে কলেজ পর্যায়ে শিক্ষার মান উন্নয়নের লক্ষে শনিবার বিকেল ৪ টায় উপজেলার ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান "ফুলবাড়ী সরকারী কলেজের অধ্যক্ষের কার্যালয়ে এই সভার আয়োজন করা হয় ৷
এতে সভাপতিত্ব করেন সাবেক সচিব, দিনাজপুর শিক্ষা বোর্ড ও ফুলবাড়ী সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ, প্রফেসর মো: আমিনুল হক সরকার। তার উদ্যোগে ফুলবাড়ী উপজেলার কলেজ পর্যায়ের সকল অধ্যক্ষ গণের উপস্থিতিতে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় ৷
করোনা বিস্তারের কারণে শিক্ষার্থীদের শিখন ঘাটতি পূরণ ও শিক্ষার মান উন্নয়ন বিষয়ক সভায় উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: খুরশিদ আলম মতি, শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: জিল্লুর রহমান, পার্বতীপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: গোলাম রসুল মন্টু, ফুলবাড়ীস্থ বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো: মাসুদুর রহমান সরকার মাসুদ, মাদিলা হাট কলেজের অধ্যক্ষ মো: মোস্তাফিজার রহমান, পুখুরী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: সাজ্জাদ হোসেন সাজু, ফুলবাড়ী সরকারি কলেজের উপাধ্যক্ষ মো : আহসান হাবিব ডিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মোছা: রহিদা বেগম ও ফুলবাড়ী মহিলা কলেজের ইতিহাস বিষয়ের প্রভাষক মো: মঞ্জুরুল ইসলাম শাহ প্রমুখ ৷
You cannot copy content of this page