নিউজ ডেস্ক: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকী মঙ্গলবার (২৫ মে)। ১৮৯৯ সালের আজকের এ দিনে অবিভক্ত বাংলার (বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গ) বর্ধমান জেলার আসানসোলের চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন কাজী নজরুল ইসলাম। কাজী ফকির আহমেদ ও জাহেদা খাতুন দম্পতির এ সন্তানের ডাক নাম দুখু মিয়া।
সাম্যের কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধা জানিয়েছেন ইতালি মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নয়না আহমেদ।
এক বার্তায় নয়না আহমেদ বলেন, কাজী নজরুল ইসলাম এক বাঁধভাঙা প্রতিভা। তার কাব্যে পরাধীনতা অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ, মানব মর্যাদা ও সৌন্দর্যচেতনা সমন্বিত হয়েছে। বাঙালির সব আবেগ-অনুভূতিতে জড়িয়ে থাকা চিরবিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২২তম জন্মবার্ষিকীতে বিনম্র শ্রদ্ধা।
Leave a Reply