নড়াইলের কালিয়ায় অনলাইনে পণ্য বিক্রির নামে প্রতারণার অভিযোগে মামুন মোল্লা (২০) নামে এক প্রতারককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। প্রতারক মামুন মোল্যা কালিয়া উপজেলার পাটেশ্বরী গ্রামের ইদ্রিস মোল্যার ছেলে। মঙ্গলবার (১লা জুন) বিকালে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে ভূয়া পেজ খুলে অনলাইনে পন্য বিক্রির নামে দীর্ঘদিন ধরে গ্রাহকের সাথে প্রতারণা করে আসছিল অনলাইন প্রতারক মামুন মোল্লা নামে এক যুবক। প্রতারক মামুন ফেসবুকে রংধনু শাড়ি প্যালেস নামের ঐ ফেসবুক পেজ থেকে চটকদার বিজ্ঞাপন দিয়ে বিভিন্ন সময়ে গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নিয়েছে কয়েক লক্ষাধিক টাকা।
এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে কালিয়া থানা পুলিশ ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জহরুল ইসলাম অভিযান চালিয়ে উপজেলার পাটেশ্বরী গ্রাম থেকে প্রতারক মামুনকে গ্রেফতার করে উক্ত জরিমানা করে।#
You cannot copy content of this page