সুজন ঠাকুরগাঁও প্রতিনিধি : ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন উপলক্ষে ঠাকুরগাঁওয়ে জেলা প্রশাসনের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয়ের হলরুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সারাদেশের মত ঠাকুরগাঁও জেলাতেও আগামী ৬ জুন থেকে ১০ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী ভূমি সেবা সপ্তাহ-২০২১ উদযাপন করা হবে।
সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে জেলা প্রশাসক ড. কে এম কামরুজ্জামান সেলিম বলেন, এখন থেকে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সকল কার্যক্রম সম্পাদিত হবে। এতে একদিকে মানুষের ভোগান্তি কমবে। মানুষ ঘরে বসে থেকেই তাদের জমিজমার সকল কাজ করবে। ভূমির উন্নত ও দক্ষ ব্যবস্থাপনা এবং সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করণের মাধ্যমে জনগণকে ভূমি বিষয়ক সকল সেবা প্রদান করাই আমাদের মূল লক্ষ্য।
ভূমি সংক্রান্ত সকল প্রকারের সেবা প্রদানে জেলা প্রশাসন সচেষ্ট ভূমিকা গ্রহণ করবেন।
ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিমের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য দেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নুর কুতুবুল আলম, অরিতিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কামরুন নাহার, সদর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, সিনিয়র সাংবাদিক আব্দুল লতিফ, ডেইলি স্টার পত্রিকার জেলা প্রতিনিধি কামরুল ইসলাম রুবায়েত, টেভিলিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফিরোজ আমিন সরকার, অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিশেয়নের সাধারণ সম্পাদক শাকিল আহমেদ প্রমুখ।
ভূমি সেবা সপ্তাহ জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন জেলা প্রশাসন।
সংবাদ সম্মেলনে জেলার বিভিন্ন সংবাদমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন।
You cannot copy content of this page