প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২০, ২০২৫, ৬:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ৫, ২০২১, ৪:৩১ অপরাহ্ণ
নেত্রকোণার আটপাড়ায় প্রাণীসম্পদ প্রদর্শনী ২০২১ অনুষ্ঠিত
আব্দুল নূর,নেত্রকোণাঃ ৫ই জুন শনিবার সকালে সারাদেশের ন্যায় নেত্রকোণার আটপাড়ায় উপজেলা পরিষদ সংলগ্ন খেলার মাঠে দিনব্যাপী প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ অনুষ্ঠিত হয়েছে।এতে প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান জনাব হাজী মোঃখায়রুল ইসলাম উপস্থিত ছিলেন।তিনি প্রাণীসম্পদ প্রদর্শনী-২০২১ উদ্বোধন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজা সুলতানার সভাপতিত্বে কর্মসুচি পালিত হয়। উক্ত মেলায় উপস্থিত ছিলেন রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং ডাঃ মো: কায়সার জামিল (উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা), ডাঃ মো: আলী আকবর (ভেটেরিনারি সার্জন), উপসহকারী প্রানিসম্পদ কর্মকর্তা,এলডিডিপি প্রকল্পের প্রানিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোছাঃ তাসরিন নিগার মিমি, এলএফএ, এলএসপিবৃন্দ ও এনএটিপি প্রকল্পের এলইও।
প্রদর্শনীতে ৩০ টি স্টল ছিল যেখানে ব্রাহমা ষাঁড়, ফ্রিজিয়ান গাভী, অস্টেলিয়ান বাছুড়, রামছাগল,দামাড়া ভেড়া, সিরাজী,মুক্ষী,বাজ্রিকা কবুতর, রেসার,ঘুঘু ও বিভিন্ন উন্নত জাতের পশুপাখি ও দুগ্ধজাত খাদ্য প্রদর্শন সহ প্রাণী সম্পদ উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা সম্বলিত উপকরণ প্রদর্শন করা হয়।পরিশেষে মুল্যায়ন কমিটির মাধ্যমে ৬ টি ক্যাটাগরিতে ১ম,২য়,৩য়, পুরুস্কার এবং বাকি খামারীদের দের শান্তনা পুরুস্কার বিতরন করা হয়। প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় উক্ত প্রানিসম্পদ প্রদর্শনী নিসন্দেহে একটি প্রসংশনীয় কাজ, এতে করে প্রানিসম্পদের উৎপাদন বৃদ্বি পাবে এবং দুধজত পণ্যের বাজারজাত সৃষ্টি হবে।
© 2024 Probashtime