প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ২৮, ২০২৫, ১১:৪৭ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ১৭, ২০২১, ৮:৫২ পূর্বাহ্ণ
ছাত্রলীগের সমাজসেবা সেলকে মানবিক সেল হিসেবে পৌঁছে দিতে চাই
দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ। ১৯৪৮ সালের ৪ জানুয়ারি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরে এ ছাত্র সংগঠনের জন্ম হয়। শিক্ষা, শান্তি, প্রগতির পতাকাবাহী এ ছাত্র সংগঠনটি জন্মলগ্ন থেকে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। দেশের বিভিন্ন ক্রান্তিলগ্নে সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এ ছাত্র সংগঠন। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের সময়েও সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে এ ছাত্র সংগঠন। করোনাভাইরাসের শুরু থেকে সংগঠনটি কৃষকের ধান কাটা থেকে শুরু করে মাস্ক ও স্যানিটাইজার বিতরণ এবং কর্মহীন মানুষের পাশে খাদ্য বিতরণ, ব্ল্যাড ব্যাংক, জয় বাংলা অক্সিজেন সেবা, শিক্ষার্থীদের মেস ভাড়া কমানোসহ প্রভৃতি কাজ করেছে। সর্বশেষ সংগঠনটি রবিবার (২৯ নভেম্বর) শিক্ষাপ্রতিষ্ঠানের টিউশন ফি সংক্রান্ত বিষয়ে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে। ইতোমধ্যে সে কাজও শুরু করেছে সংগঠনটি। ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সমাজসেবা সম্পাদক শেখ স্বাধীন মো. শাহেদের নেতৃত্বে হচ্ছে এ কাজ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এই ছাত্রনেতা দায়িত্ব পালন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সহ সভাপতি হিসেবে। ছিলেন বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল শহীদ সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রলীগের সাবেক সহ সভাপতিও।
© 2024 Probashtime