নিজস্ব ও দেশীয় প্রযুক্তিতে বিশ্বমানের সফটওয়্যার তৈরি করা কোম্পানির নাম সিনেসিস আইটি লিমিটেড। সিনেসিস আইটি একটি নাম। একটি দেশীয় ব্র্যান্ড। দীর্ঘ ১৫ বছরেরও বেশি সময় ধরে সুনামের সাথে নিজস্ব প্রযুক্তিতে আন্তর্জাতিক মানসম্পন্ন সফটওয়্যার তৈরি করে সরকারি ও বেসরকারি খাতে ই-গভর্নেন্স, ই-হেলথ অ্যান্ড টেলিহেলথ, কন্টাক্ট সেন্টার সল্যুউশন, টেন্ডার-বাজার ডটকমের মাধ্যমে সেবা দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। এটি সিএমএমআই লেভেল ৩ সার্টিফাইড একটি আইসিটি প্রতিষ্ঠান। তথ্যঝুঁকি ব্যবস্থাপনা প্রক্রিয়া যথাযথভাবে পরিপালনের স্বীকৃতি হিসেবে আইএসও ২৭০০১:২০১৩ সনদ এবং আইএসও ৯০০১ অর্জন করেছে দেশীয় ব্র্যান্ড সিনেসিস আইটি। সরকারি ও বেসরকারি খাতে নিজস্ব সেবাগুলো প্রয়োগের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।
Leave a Reply