নাগরপুর, প্রতিনিধিঃ
“নিজে সুস্থ্য থাকি এবং অন্যকে সুস্থ্য রাখতে সহায়তা করি” এই শ্লোগানের মধ্য দিয়ে এবং করোনা ভাইরাস সম্পর্কে সচেতন করার লক্ষ্যে টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্কাউটের উদ্যোগে সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ জুন) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু করে নাগরপুর বাজারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান গুরে মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউটের সভাপতি সিফাত ই জাহান এর সভাপতিত্বে এবং উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক মো.ফজলুর রহমানের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবীর,উপজেলা স্কাউটের সহ সভাপতি বাবু শুম্ভু নাথ সাহা সহ বিভিন্ন ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
স্কাউটদেরকে ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা স্কাউটের সভাপতি সিফাত ই জাহান বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত সংখ্যা বৃদ্ধি পাওয়ায় মাস্ক পড়া জরুরী। এটি নিশ্চিত করতে ও সরকারী নির্দেশনা বাস্তবায়নে সকল শ্রেণী -পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন।
Leave a Reply