মোঃ আলমগীর হোসেন, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২০ লাখ টাকার হেরোইনসহ ১ র্শীষ মাদক কারবারীকে আটক করেছে র্যাব-১২ সদস্যরা।
শনিবার (১৯ জুন) বিকেলে র্যাব-১২ এর অফিসার সহকারী পুলিশ সুপার মোঃ মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের রাধানগর গ্রামে সিরাজগঞ্জ টু বগুড়া মহাসড়কের পার্শ্বে ‘মা-বাবার দোয়া’ খাবার হোটেলের সামনে পাকা রাস্তার উপর এক মাদক বিরোধী অভিযান চালিয়ে ১৯০(একশত নব্বই) গ্রাম হেরোইনসহ ১ জন র্শীষ মাদক কারবারীকে আটক করা হয়। এসময় তার নিকট থেকে মাদক ক্রয়-বিক্রয় এর কাজে ব্যবহৃত ১ টি মোবাইল ফোন ও টাকা জব্দ করা হয়।
রবিবার (২০ জুন) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে র্যাব-১২ সদস্যরা।
গ্রেফতারকৃত আসামী নওগাঁ জেলার পোরশা থানার দক্ষিণ লক্ষীপুর গ্রামের মকবুল হোসেনের ছেলে মিজানুর রহমান (৪২)।
পরে উদ্ধারকৃত আলামতসহ তাকে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, এই মাদক ব্যবসায়ীরা দীর্ঘদিন যাবত আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অবৈধ নেশাজাতীয় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছিল।
মোঃ আলমগীর হোসেন
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি
০১৭৫৩-৯৭২৮৮৯
২০-৬-২০২১
Leave a Reply