প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৭, ২০২৫, ১:৫৫ পি.এম || প্রকাশের তারিখঃ জুন ২১, ২০২১, ১১:০১ পূর্বাহ্ণ
রাজশাহী সামাজিক বন বিভাগে অনিয়মের মূল হোতা ফরেস্টার আমজাদ
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সামাজিক বন বিভাগের ফরেস্টার আমজাদের বিরুদ্ধে অনৈতিক উৎকোচ গ্রহন-সহ নানা অনিয়মের অভিযোগ উঠেছে।
অনুসন্ধানে জানা যায়, পবা, গোদাগাড়ী, তানোর, মোহনপুর, বাগমারা উপজেলায় দ্বায়িত্ব পালন করছেন এই ফরেস্টার আমজাদ। এসব এলাকার সুবিধাভোগীদের অভিযোগ, অনৈতিক সুবিধা গ্রহন ও কমিশন নিয়ে থাকেন আমজাদ। প্রতিটি কাজের জন্য আলাদাভাবে ঠিকাদারদের কাছ থেকে থেকে নেন মোটা অংকের উৎকোচ ।
দীর্ঘ ৪ বছর যাবত তিনি এই দপ্তরের একই চেয়ারে থাকার সুবাদে গড়ে তুলেছেন অনৈতিক সুবিধা গ্রহনকারীদের একটি চক্র।
নাম প্রকাশ না করার শর্তে মোহনপুরের এক ঠিকাদার বলেন, ফরেস্টার আমজাদ হোসেন-সহ বেশ কিছু কর্মকর্তা কর্মচারী এই অনিয়ম আর দূর্নীতির সাথে প্রত্যাক্ষভাবে জড়িত। অন্যান্য কর্মকর্তারা নিজে কোন টাকা হাতে না নিলেও ফরেস্টার আমজাদ নিজ হাতে টাকা নেন তাছাড়া
আমজাদকে সুবিধা না দিয়ে কোন কাজ হয় না এই অফিসে।
একই অভিযোগ বাগমারা, পবা, গোদাগাড়ী, তানোর উপজেলার সুবিধাভোগীদেরও। সেই সাথে ঠিকদারদের কাছ থেকে মোটা অঙ্কের কমিশন নেওয়ারও অভিযোগ করেছেন তারা ।
এ বিষয়ে কথা বলতে ফরেস্টার আমজাদের সঙ্গে সাক্ষাৎকার চাইলে তিনি সাক্ষাৎকার দিতে অপারগতা প্রকাশ করেন। কথা বলতে বিভাগীয় কর্মকর্তা নিয়ামুরকে ফোন দিলে তিনি বলেন, আমি অসুস্থ, ছুটিতে আছি, পরে কথা বলবো।
একদল অনুসন্ধানী গণমাধ্যম কর্মী বিষয়টি নিয়ে কাজ করছেন, অচিরেই তথ্য প্রমান-সহ রাজশাহী সামাজিক বন বিভাগের ভয়ঙ্কর সব দূর্ণীতির চিত্র বেরিয়ে আসবে বলে তাদের বিশ্বাস।
© 2024 Probashtime