‘‘মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি’’- এই শ্লোগানকে সামনে রেখে ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী এবং মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে আনসার-ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপন কর্মসূচী পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের সামনে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালী,বৃক্ষরোপন এবং আনসার ভিডিপি সদস্যদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ অনসার-ভিডিপি ও গ্রাম্য প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশে জেলা কমান্ড্যান্ট মোঃ সেলিমুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা ফজিলাতুননেছার সভাপতিত্ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিম উদ্দিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা প্রশিক্ষক মিজানুর রহমান। এ সময় আনসার-ভিডিপি’র সদস্যদের মাঝে ২১২টি গ্রামের ৪২৫টি ফলজ, বনজ ও ভেষজ গাছের চারা বিতরণ করা হয়।
You cannot copy content of this page