নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা মহিলা অধিদপ্তরের উদ্যোগে এবং কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের অধিনে বাইসাইকেল এবং খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ জুন) দুপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার অফিসে উপজেলার ১২ ইউনিয়নের কিশোর কিশোরী ক্লাব স্থাপন প্রকল্পের জেন্ডার প্রধানদের মাঝে ৩ টি বাইসাইকেল, লুডুর কোড ২৪ টি,কেরাম বোর্ড ১২ টি এবং দাবার কোড ২৪ টি বিতরণ করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা বেগম এর পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা,উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা কৃষি সম্প্রসারন কর্মকর্তা ইমরান হোসাইন,উপজেলা প্রোগ্রামার হাবিবুর রহমান হাবিব প্রমূখ।
Leave a Reply