সবুজ সরকার বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের বেলকুচিতে বালু খেকো মান্নান ফকিরের অবৈধ বালু মহলে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ। ২৮ জুন (সোমবার) বিকালে বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নে আজুগড়া সরকারি ভেটেনারী কলেজ (বেতিল স্পার বাঁধ) সংলগ্ন এলাকা থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন কালে বালু সহ একটি ট্রাক জব্দ করেন এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন।
এসময় অবৈধ ভাবে বালু পরিবহনের দায়ে ট্রাক মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন বলেন, অবৈধ বালু উত্তোলনে নিয়মিত মোবাইল কোর্ট হবে। যারা অবৈধভাবে বালু উত্তোলন ও বহন করছে তাদেরকে আইনের আওতায় আনা হবে। অবৈধ বালু খেকোদের সর্বোচ্চ আইনী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, ইতিপূর্বে একই এলাকায় থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে ১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করেছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট এস এম রবিন শীষ।
You cannot copy content of this page