নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২০-২১ অর্থ বছরে ২০২১-২২/খরিপ-২ মৌসুমে কৃষকের মাঝে বিনামূল্যে রোপাআমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৩০ জুন) সকালে উপজেলার পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠানে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলোয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
৪০০ জন কৃষকদের মাঝে ডিএপি সার ১০ কেজি, এমওপি সার ১০ কেজি ও ৫ কেজি করে বীজ বিতরণ করা হয়( জাত ব্রি ধান ৪৯,৭৫)।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে
এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসাইনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল মতিন বিশ্বাস।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহান বলেন, কৃষিবান্ধব সরকার কৃষকদের দুর্দশার কথা চিন্তা করে এই করোনাকালীন সময়ে কৃষি প্রণোদনা বিতরণের নির্দেশনা দিয়েছে। কৃষিকে আধুনিক ও বাণিজ্যিকভাবে লাভবান করার জন্য সরকার কৃষকদের প্রণোদনার মাধ্যমে উদ্বুদ্ধ করছে। কৃষকদের বিনামূল্যে সার, বীজ দিয়ে সহায়তা করছে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবির, উপজেলা সহকারি প্রোগ্রামার মো.হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি প্রমূখ।
You cannot copy content of this page