নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে ২০২০-২১ অর্থ বছরে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ ( এনএটিপি-২) প্রকল্পের AIF-3 ম্যাচিং গ্র্যান্ট উপ-প্রকল্পের আওতায় ৫০% ভর্তুকীতে পিকআপ গাড়ী বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৩০ জুন) সকালে উপজেলার পরিষদ চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে উদ্বোধন করেন টাঙ্গাইল-৬ (নাগরপুর -দেলোয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
উপজেলা নির্বাহী অফিসার সিফাত ই জাহানের সভাপতিত্বে
এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইমরান হোসাইনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ন কবির, উপজেলা কৃষি অফিসার জনাব আব্দুল মতিন বিশ্বাস, উপজেলা সহকারি প্রোগ্রামার মো.হাবিবুর রহমান হাবিব, নাগরপুর সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি প্রমূখ।
সরকারী সহায়তায় গাড়ী পেলেন উপজেলার গয়হাটা ইউনিয়নের বঙ্গবকুটিয়া গ্রামের মো.ইব্রাহিম খান এবং পাকুটিয়া ইউনিয়নের ঘাগড়া গ্রামের শিল্পী বেগম।
You cannot copy content of this page