আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
শুক্রবার দুপুরে পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার ধসে যাওয়া স্থানসহ পুরো বাঁধ এলাকা ঘুরে দেখেন
সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ (হার্ড পয়েন্টের পুরাতন জেলখানা ঘাট) এলাকায় ধসে যাওয়া স্থান পরিদর্শ করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব কবির বিন আনোয়ার।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড.ফারুক আহাম্মদ ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকতা কর্মচারীরা।
পরিদর্শনের সময় পানি সম্পদ সচিব বাঁধের ধসে যাওয়া স্থানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড দেখেন।
এ সময় তিনি বলেন, সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস নিয়ে শহরবাসীর আতঙ্কিত হওয়ার কিছু নেই। পানি উন্নয়ন বোর্ড ঘটনার পর পরই দিনরাত থেকে সেখানে জিও ব্যাগ, সিসি ব্লক ফেলে ভাঙন নিয়ন্ত্রণে এনেছে। এখনো ভাঙন স্থানে কাজ করা হচ্ছে
গত মঙ্গলবার দুপুরে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ট পয়েন্ট জেলখানা ঘাটে হঠাৎ ১৫০ মিটার বাঁধ ধসে যায়। সিরাজগঞ্জ শহরকে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষায় বঙ্গবন্ধু যমুনা সেতু প্রকল্পের আওতায় ১৯৯৮ সালে আড়াই কিলোমিটার দীর্ঘ এ বাঁধটি নির্মাণ করা হয়। ৩৭৫ কোটি টাকা ব্যয়ে দক্ষিণ কোরিয়া ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান হুন্দাই লিমিটেড এ শহর রক্ষা বাঁধ নির্মা করেন। আসলে যমুনার গতি বুঝা কঠিন, কখন কোন দিক মোর নেয় এটা বলা বা বুঝা মুসকিল। আমাদের সিরাজ গন্ঞ্জ বাসী আসলে ভাগ্যবান যে যমুনা সেতু হয়েছে বলে আজ অতি তাড়াতাড়ি নির্মাণ শুরু হয় এবং ভাঙ্গন রক্ষা হয়।
You cannot copy content of this page