নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে লকডাউন কার্যকর করতে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। শনিবার (৩ জুলাই) সকাল থেকেই লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার বিভিন্ন স্থানে পিথক পিথক ভাবে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সকাল থেকে উপজেলার সদর, মামুদনগর,মোকনা,পাকুটিয়া এবং গয়হাটা ইউনিয়নের বাজারে অভিযান চালিয়ে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় দোকানিসহ ৩০ পথচারীকে ৭ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়।
You cannot copy content of this page