1. admin@protidinershomoy.com : admin :
  2. nasimriyad24@gmail.com : ডেস্ক রিপোর্ট : ডেস্ক রিপোর্ট
  3. wp-configuser@config.com : James Rollner : James Rollner
বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:৫৯ পূর্বাহ্ন

বেলকুচিতে বালু ট্রাকের চাপায় দুই ভাই নিহত

সংবাদ দাতার নাম
  • সময় : সোমবার, ৫ জুলাই, ২০২১
  • ২৩৩ জন পড়েছেন

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচিতে বালু বোঝাই ট্রাক চাপায় ট্রাক সহ খাদে পড়ে দুই ভাই নিহত হয়েছে।

সোমবার (৫ জুলাই) সকালে বেলকুচি পৌর এলাকার চালা পূর্ব পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বেলকুচি পৌর এলাকার চালা পূর্ব পাড়া গ্রামের সামাদ শেখের দুই ছেলে সাব্বির (১৪) ও রাব্বি (৭)।

স্থানীয়রা জানায়, যমুনা নদী থেকে নৌকা যোগে ঠান্ডু সরকার বালু উত্তোলন করে অবৈধ ভাবে ট্রাক করে বালু বিক্রি করেন। একটি ট্রাক বেপরোয়া গতিতে বেলকুচি চালা পূর্ব পাড়া মহল্লার রাস্তা দিয়ে আসার সময় রাস্তার পাশে দাড়িয়ে থাকা অবস্থায় দুই ভাইকে অবৈধ বালুর ট্রাক ধাক্কা দেয়। এতে সাব্বির ও রাব্বি সহ ট্রাক রাস্তার পাশে থাকা পানি ভর্তি ডোবায় পড়ে যায়। পরে আমরা স্থানীয় প্রশাসন সহ ফায়ার সার্ভিসে খবর দেই। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে দুই ভাইকে ডোবা থেকে উদ্ধার করে বেলকুচি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত নুরে আলম জানান, আমরা ঘটনা শোনার পরে তাৎক্ষনিক ভাবে ঘটনাস্থলে উপস্থিত হওয়া আগেই ট্রাক চালক ও হেলপার পালিয়ে যায়। নিহত দুই জনের সুরতহাল করা হয়। মামলা হলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি আপনার সামাজিক মাধ্যমে শেয়ার দিন

এই ক্যাটাগরীর আরোও সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

বিশেষ সংখ্যা

You cannot copy content of this page