নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে লকডাউনের ৫ম দিনেও কঠোর অবস্থানে উপজেলা এবং পুলিশ প্রশাসন। সোমবার (৫ জুলাই) সকাল থেকেই লকডাউন কার্যকরে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসন উপজেলার বিভিন্ন স্থানে টহল দিচ্ছেন। অপরদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত-ই-জাহান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুরের নেতৃত্বে উপজেলার সদর ও সহবতপুর ইউনিয়নে পৃথক পৃথক দুইটি অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
সকাল থেকে উপজেলার সদর ও সহবতপুর ইউনিয়নের বাজারে অভিযান চালিয়ে দোকান খোলা ও মাস্ক ছাড়া ঘরের বাইরে বের হওয়ায় দোকানি এবং পথচারীসহ ২১ মামলায় ৬ হাজার ১শত টাকা জরিমানা করা হয়।
Leave a Reply