ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চাড়ালদিয়া গ্রামে ভ্রাম্যমান আদালতের অভিযানে চাড়ালদিয়া বিল থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার দায়ে চারটি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।এসময় ১০হাজার মিটার পাইপ ভেঙে বিনষ্ঠ করে দেওয়া হয়। এ ঘটনায় বালু উত্তোলনকারী চক্রের সদস্যরা কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। মঙ্গলবার সকালে এ অভিযান পরিচালনা করেন ভাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ব্যারিস্টার সজিব আহমেদ বলেন, অনেকদিন যাবত ঐ ইউনিয়নে এক শ্রেণির বালু ব্যবসায়ীরা অবৈধভাবে চাড়ালদিয়া বিল থেকে বালু উত্তোলন ও ক্রয়-বিক্রয় করে আসছিল। এতে ফসলী জমির ব্যাপক ক্ষতি হচ্ছিল।এলাকাবাসির অভিযোগের ভিত্তিতে বালু উত্তোলনকারী ৪টি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয় এবং দশ হাজার মিটার পাইপ ভেঙে দেওয়া হয়েছে। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। অপর দিকে বিকেলে নাসিরাবাদ ইউনিয়নের কোষাভাঙা গ্রামের সরকারী খালে অভিযান চালিয়ে ১টি ড্রেজার মেশিন ধ্বংস করা সহ ৩হাজার মিটার পাইপ ভেঙে বিনষ্ঠ করে দেওয়া হয় । তিনি আরও বলেন জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে।
You cannot copy content of this page