গাজীপুরের কাপাসিয়া উপজেলায় বিশুদ্ধ কোরআন ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে প্রতিষ্ঠিত ভাকোয়াদী ইসলামী পাঠাগারের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার ( ৯জুলাই) রাতে উপজেলার ভাকোয়াদী গ্রামে পাঠাগারের স্থায়ী কার্যালয়ে সদস্যদের নিয়ে এ সভা সম্পন্ন হয়।
পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা শফীকুল ইসলাম ভূইয়ার সভাপতিত্বে সভা পরিচালনা করেন পাঠাগারের সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শামীম আহমেদ৷
এ সময় আরো উপস্থিত ছিলেন ভাকোয়াদী ইসলামী পাঠাগারের পাঠাগার বিষয়ক সম্পাদক আলী আকবর ভূইয়া, সাহিত্য সম্পাদক শামীম শিকদার, সদস্য রাকিবুল হাসান ভূইয়া, নাঈম আহমেদ, সুলাইমান ভূইয়া, ফাহিম আহমদ, নাফিজ, ছাব্বির প্রমুখ৷
ঈদুল আযহার পরবর্তী পাঠাগারের অনুষ্ঠানকে কেন্দ্র করে দোয়া অনুষ্ঠান উপলক্ষ্যে নতুন একটি আহবায়ক কমিটি গঠন করা হয়। এতে রাকিবুল হাসান ভূইয়াকে আহবায়ক ও মাওলানা সুলাইমানকে যুগ্ন আহবায়ক এবং হাফেজ নাঈম আহমদ ও ফাহিম আহমদকে সদস্য করা হয়েছে।
পাঠাগারের সাধারণ সম্পাদক মাওলানা শফীকুল ইসলাম ভূইয়া বলেন, বিশুদ্ধ কোরআন ও দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ভাকোয়াদী ইসলামী পাঠাগার কাজ করছে। ইসলাম প্রতিষ্ঠার পাশাপাশি মেধা বিকাশে আগামীর সুন্দর সমাজ বিনির্মাণে পাঠাগার ভূমিকা রাখছে। এ কাজে তরুণদের এগিয়ে আসতে হবে।
Leave a Reply