আর্জেন্টিনা আমার ছেলেবেলার প্রেম বা জীবনের প্রথম প্রেমের মতো। এখন আর্জেন্টিনা দল মাঠে যদি খারাপও খেলে তবু ভুলতে পারি না।’— অনলাইন নিউজের সঙ্গে আলাপকালে এভাবেই ভালোবাসার কথা প্রকাশ করেন জান্নাতুল আলেয়া শ্রাবনী।
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ মানেই মহারণ। দুই চিরপ্রতিদ্বন্দ্বী এবার মুখোমুখি। তার ওপর এই ম্যাচেই নির্ধারিত হবে কার হাতে উঠবে শিরোপা। যে কারণে দুই দলের ভক্তদের মধ্যেও কাজ করছে বাড়তি উত্তেজনা। বলা যায়, এখন দুই ভাগে বিভক্ত দেশের ফুটবলপ্রেমীরা। আমি ও এর ব্যতিক্রম নন। কিন্তু ব্রাজিলের খেলাও পছন্দ করেন আমি।
ছোটবেলা থেকেই দেখে আসছি ব্রাজিল-আর্জেন্টিনার কম্পিটিশন। আর্জেন্টিনা দলের প্রতি অন্যরকম একটি ভালোবাসা কাজ করলেও ব্রাজিলের খেলা পছন্দ করি। ফাইনাল ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে আমার বিশ্বাস, আর্জেন্টিনা জিতবে।’
লিওনেল মেসিকে খুব পছন্দ করেন আমার। আমার মতে সফল খেলোয়াড়ের হাতে একটি কাপ প্রয়োজন। , ‘লিওনেল মেসি ক্যারিয়ারে এতটা সফল কিন্তু কাপ নেই। এখন তার একটা কাপ দরকার। মনে হয় আমার সঙ্গে বিশ্ববাসীও একমত যে, এমন একজন গ্রেট খেলোয়াড়ের একটা কাপ দরকার। দলমত নির্বিশেষে মেসিকে সবাই পছন্দ করেন।’
খেলাধুলার প্রতি আগ্রহ ছোটবেলা থেকেই।
লেখক, জান্নাতুল আলেয়া শ্রাবনী।
You cannot copy content of this page