নাগরপুর, প্রতিনিধিঃ
পুলিশের সেবা জনগণের দোরগোঁড়ায় পৌঁছে দিতে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ৬ নম্বর বিট (দপ্তিয়র ইউনিয়ন) এলাকায় বাড়ি বাড়ি গিয়ে দরজায় দরজায় স্টিকার লাগিয়েছে পুলিশ।
‘বিট পুলিশিং বাড়ি বাড়ি, নিরাপদ সমাজ গড়ি’ এই স্লোগানকে সামনে রেখে রবিবার (১১ জুলাই) সকালে নাগরপুর থানা পুলিশের উদ্যোগে এ স্টিকার লাগিয়ে দেন ৬ নম্বর বিট অফিসার নাগরপুর থানার সহকারী উপপরির্দশক(এএসআই) আতিকুর রহমান।
নাগরপুর থানার সহকারী উপপরির্দশক(এএসআই) আতিকুর রহমান বলেন, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন এর দিক নির্দেশনায়, জনগণের দোরগোঁড়ায় পুলিশের সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে, জনসচেতনা বৃদ্ধি, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকের বিস্তার রোধ, সন্ত্রাসী, মাদকসেবী ও বিক্রেতাসহ সকল প্রকার অপরাধীদের তথ্য পেতে এই স্টিকার প্রতিটি বাড়ির সামনের ফটকে লাগিয়ে দেওয়া হচ্ছে। এতে দুটি নম্বর রয়েছে। দায়িত্বরত বিট পুলিশিংয়ের কর্মকর্তা ও থানার ডিউটি অফিসারের নম্বর। এর মাধ্যমে সাধারণ মানুষ পুলিশকে খুব সহজেই কাছে পাবে।
Leave a Reply