নিজস্ব প্রতিবেদকঃ বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভাপতি এ্যাডভোকেট একেএম দাউদুর রহমান মিনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রসায়নবিদ ডক্টর মুহাম্মদ জাফর ইকবালের পরিচালনায় গত ২৬ জুন সেগুন বাগিচা মেরিনায় এক সভা অনুষ্ঠিত হয়েছে। বর্তমান বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ার কারণে মহামারী করোনা ভাইরাস ও লকডাউন থাকায় কেন্দ্রীয় কমিটির নির্বাচন না হওয়ায় সকল সদস্যের সর্বসন্মতি ক্রমে গত ২৬ জুন ২০২১ তারিখ হতে বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ আগামী তিন বছরের জন্যে অনুমোদন দেওয়া হয়েছে।
উক্ত সভায় উপস্থিত ছিলেন হামিদা খানম মনি, মোঃ শহিদুল ইসলাম আখন, মোঃ জাকির হোসেন বাদল, শেখ হারিছ হাসান সাগর, মোঃ ফিরোজ আহম্মেদ, কৃষিবিদ সরুজ্জামান দেওয়ান, মোঃ রবিউল আউয়াল অন্তর, নাছিমা আক্তার শিপু, মোঃ আবু হানিফ, নিশু লস্কর প্রমুখ।
পরিশেষে সবাইকে মুজিবীয় শুভেচ্ছা জানিয়ে বঙ্গবন্ধু ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির সভা সমাপ্ত করেন।
You cannot copy content of this page