নাগরপুর,প্রতিনিধি (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা টিকার কার্যক্রম শুরু হয়েছে ।
মঙ্গলবার(১৩জুলাই) সকাল থেকে শুরু হয়েছে সিনোফার্ম টিকা কার্যক্রম।উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, এসএমএস অথবা টিকা নিবন্ধনের প্রিন্ট দেখিয়ে এই টিকা গ্রহণ করা যাবে।
চীনের উৎপাদিত ৩ হাজার ২শত ডোজ টিকা নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কর্তৃপক্ষের মাধ্যমে আজ থেকে দেওয়া শুরু হয়েছে । তবে আগে যারা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার আবিষ্কৃত (কোভিশিল্ড) টিকা গ্রহণ করেছেন তাঁরা চীনের উৎপাদিত (সিনোফার্ম) এর টিকা নিতে পারবেন না। এই টিকার জন্য যারা নিবন্ধন করেছেন তাঁরাই কেবল এটি নিতে পারবেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন,আজ থেকে সিনোফার্ম টিকা কার্যক্রম শুরু হয়েছে। টিকা কার্যক্রমের জন্য আলাদা বুথ চালু রয়েছে । ভ্যাকসিনের এই চালান শেষ হওয়ার আগেই নতুন চালান চলে আসবে। সিনোফার্মের টিকার জন্য যারা নিবন্ধন করেছেন শুধু তাঁরাই এই টিকা নিতে পারবেন অন্য কেউ নিতে পারবেনা।
You cannot copy content of this page