প্রিন্ট এর তারিখঃ ডিসেম্বর ২৩, ২০২৪, ৬:২২ পি.এম || প্রকাশের তারিখঃ জুলাই ১৪, ২০২১, ১১:৪১ পূর্বাহ্ণ
সিলেট-৩ আসনে হাবিবুর রহমান হাবিবকে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে ইতালিতে আলোচনা সভা
নিজস্ব প্রতিবেদকঃ সিলেট-৩ আসনে আগামী ২৮শে জুলাই উপনির্বাচনে প্রবাসীদের প্রতিনিধিত্ব কারী জননেতা হাবিবুর রহমান হাবিব তথা নৌকা মার্কার বিজয় তরান্বিত করতে ইতালি পালেরমো আওয়ামী লীগের ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়েছে।
ইতালি পালেরমো আওয়ামী লীগের সভাপতি সেকান্দর মিয়ার সভাপতিত্বে সাধারণ সম্পাদক গোলাম রাব্বানীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ ইদ্রিস ফরাজী, বিশেষ অতিথি হিসেবে সংযুক্ত ছিলেন ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল, প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক আনোয়ারুজ্জামান চৌধুরী, গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সিলেট- ৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জননেতা হাবিবুর রহমান হাবিব।
ইতালি পালেরমো আওয়ামী যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রায়হান আহমদের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তব্য রাখেন ইতালি আওয়ামীলীগের সহ সভাপতি হাবিব চৌধুরী, ইতালি পালেরমো আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি জাহিদ আহমেদ রুবেল,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের এইচ এম নুরুল ইসলাম, নাপলি কাসাদ্রিনো আওয়ামীলীগের সভাপতি আকবর শেখ।
ইতালি পালেরমো আওয়ামী যুবলীগের সভাপতি এম এ হালিম, সাধারণ সম্পাদক এমদাদ রহমান সাইফুল,সহ সভাপতি আমিনুর রহমান আতিক,যুগ্ন সাধারণ সম্পাদক ইকরাম দেওয়ান,সোহেল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক কয়েছ আলী প্রমূখ।
বক্তারা আগামী ২৮শে জুলাই নৌকা মার্কাকে বিজয়ী করতে যার যার অবস্থান থেকে কাজ করে যাওয়ার অঙ্গিকার ব্যাক্ত করেন।
© 2024 Probashtime