নাগরপুর, প্রতিনিধিঃ
প্রতিদিনই করোনা সংক্রমণ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে টিকা গ্রহণের চাহিদা। নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তথ্য মতে, ৩ হাজার ২ শত ডোজ করোনার টিকা পেয়েছি । বর্তমান চাহিদা অনুয়ায়ী এই টিকা চলবে সর্বোচ্চ দশ দিন।
বুধবার বিকাল পর্যন্ত টিকা দেওয়া হয়েছে প্রায় ৬৩৮ জনকে। ১২ জুলাই থেকে সিনোফার্ম টিকার প্রয়োগ শুরু হওয়া ১ম দিন ১৭০ জন, ২য় দিন ২০৬ জন এবং ৩য়দিন ২৬২ জন, মোট ৬৩৮ জন মানুষ টিকা গ্রহণ করছে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোকনুজ্জামান খান বলেন,গত সোমবার থেকে সিনোফার্ম টিকা কার্যক্রম শুরু হয়েছে। গত তিনদিনে ৬৩৮ জন মতো টিকা নিয়েছে। উপজেলার মানুষের টিকা নেওয়ার আগ্রহ বাড়ছে।প্রতিনিয়ত ফোন আসে টিকা কার্যক্রম বিষয়ে জানার জন্য।
You cannot copy content of this page