নাগরপুর, প্রতিনিধিঃ
টাঙ্গাইলের নাগরপুরে মসজিদ ও মন্দিরে সরকারি অনুদান প্রদান করা হয়েছে।
শনিবার (১৭ জুলাই) দুপুরে উপজেলা সভাকক্ষে ধর্ম মন্ত্রনালয় হতে স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু এমপির অনুকূলে প্রদত্ত নাগরপুর উপজেলার বিভিন্ন মসজিদ ও মন্দিরের অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে। উপজেলার ২২ টি মসজিদ ও ৪টি মন্দিরে ১০ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল -৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো.হুমায়ূন কবীর,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো.আবু বক্কর সিদ্দিকী এবং অনুদান প্রাপ্ত মসজিদ ও মন্দির কমিটির সভাপতি সাধারণ সম্পাদক বৃন্দ।
স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু বলেন, বর্তমানে করোনা মহামারি অতিমারি আকার ধারন করেছে। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এজন্য মসজিদগুলোতে বিশেষ করে ঈমামরা মুসল্লিদের সতর্ক করবেন।
You cannot copy content of this page