প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল)
টাঙ্গাইলের নাগরপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছে। আহত ব্যক্তিরা হলেন মামুদনগর ইউনিয়নের শুনসী গ্রামের মো. রিপন মিয়ার ছেলে মো. হৃদয় (২০) এবং ঝালুকাঠি জেলার রাজাপুর গ্রামের মোসলেমের ছেলে মামুন(৩০)। টাঙ্গাইল -আরিচা আঞ্চলিক মহাসড়কের ঘিওরকোলে ফায়ার সার্ভিসের সামনে গত শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে যাত্রী নিয়ে অটোরিকশাটি টাঙ্গাইল থেকে নাগরপুরের দিকে যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে সিএনজির যাত্রী দুইজন আহত হয় । আহত দুইজনকে ফায়ার সার্ভিস কর্মী এবং স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তাঁদের দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে দ্রুত টাঙ্গাইল জেনারেল হসপিটালে পাঠানো হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বত চিকিৎসা কর্মকর্তা ডা. কাবেরী সাহা টাঙ্গাইলে পাঠানোর ব্যাপারটি নিশ্চিত করেন।
নাগরপুর থানার এসআই অশক সাহা বলেন, সিএনজি-পিকআপের সংঘর্ষে ঘটনা শুনে আমরা ঘটনা স্থলে যাই গিয়ে আহত দুইজনকে চিকিৎসার হসপিটালে পাঠানো হয়।সিএনজি-পিকআপ আটক করে থানায় নিয়ে আসা হয়। ঘটনার পর সিএনজি এবং পিক-আপের ড্রাইভার পালিয়ে যায়।
You cannot copy content of this page