শাহানুর শরীফঃ
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে সারাদেশে কঠোর লকডাউন ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে সরকারি নির্দেশনা অমান্য করে টঙ্গীর টিএন্ডটি বাজার এলাকায় আনোয়ার গ্রুপের এ ওয়ান পলিমার লিমিটেডের প্লাস্টিক পণ্য তৈরির কারখানা চালু রাখায় জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ দুপুরে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় কারখানা কর্তৃপক্ষকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় এ ওয়ান পলিমার লিমিটেডের এডমিন জাহিদুল ইসলাম সরকারি নির্দেশনা অমান্য করে কারখানা চালু রাখায় কারখানা কর্তৃপক্ষ থেকে ৭০ হাজার টাকা পরিশোধ করেন।
গাজীপুর জেলা প্রশাসকের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না রহমান জ্যোতি বলেন, সরকারী নির্দেশনা অমান্য করে কারখানাটি চালাচ্ছিলো। কারখানার সকল শ্রমিকদের বের করে কারখানা বন্ধের নির্দেশ দেয়া হয়েছে।
You cannot copy content of this page