সেলিম রেজা তাজ, ব্যুরো চীফঃ ১৪ দিনের টানা লকডাউন নিশ্চিত করতে যশোরের বেনাপোলে কঠোর ভাবে মাঠে কাজ করছেন উপজেলা প্রশাসন, পুলিশ ও সেনাবাহিনী।
শনিবার (২৪ জুলাই) সকালে মেঘাচ্ছন্ন আকাশ আর বৃষ্টির মধ্যে ছাতা মাথায় করে নিজেদের দায়িত্ব পালনে ভূমিকা রেখেছেন প্রশাসনের কর্মকর্তারা।
৫ আগস্ট পর্যন্ত লকডাউন ঘোষণা করা হলে ১ম দিনের লকডাউন কিছুটা ঢিলেঢালা ভাবে গেলেও ২য় দিন থেকে তা বাস্তবায়নে কঠোর ভাবে পালন করছে প্রশাসন। পুলিশের সাথে সংঘবদ্ধ ভাবে সেনাবাহিনী টহল দিচ্ছে বেনাপোল সহ শার্শার অলিতে গলিতে। ২৩ জুলাই সকাল থেকে বিকাল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর আলিফ রেজা।
এদিকে শার্শা উপজেলা নির্বাহী অফিসার মীর আলিফ রেজা জানান, করোনা সংক্রমণ সারাদেশে দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে উপজেলা প্রশাসন, সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে।
You cannot copy content of this page