প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৫, ২০২৪, ২:১২ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ৩০, ২০২১, ১:২২ অপরাহ্ণ
নড়াইলে ক্রীড়া সংস্থার উদ্যোগে মাস্ক বিতরণ
করোনা ভাইরাস প্রতিরোধে নড়াইল জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে শহরের কয়েকটি মসজিদে মাস্ক বিতরণ করা হয়েছে। আজ শুক্রবার (৩০ জুলাই) জুম্মার নামাজে উপস্থিত মুসল্লীদের মাঝে মাস্ক বিতরণ ও জনসচেতনতামূলক প্রচরণা চালানো হয়।
জানা যায়, নড়াইল জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বরেণ্য ক্রীড়া সংগঠক আশিকুর রহমান মিকুর অর্থায়নে জেলা ক্রীড়া সংস্থার উদ্দ্যোগে এ মাস্ক বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। মাস্ক বিতরণের সময় মহামারী করোনা ভাইরাস সম্পর্কে জনসচেতনতামূলক প্রচরণা চালানো হয়। করোনার ভয়াবহতা সম্পর্কে সকলকে অবগত করা হয়। জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পদক আশিকুর রহমান মিকু বলেন, করোনার শুরু থেকে জেলা ক্রীড়া সংস্থা অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। করোনায় অসহায়দেরকে ত্রান ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার পাশাপাশি তিনি নিজের সাধ্যমত অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন।
এ সময় তিনি আরো জানান, বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে আগামীতে তিন দিনব্যাপি (১৩-১৫ আগস্ট) ত্রান সহায়তা কর্মসূচি আয়োজন করা হবে। তখন ৪'শ পরিবারকে ত্রান দেওয়া হবে। তাদের এ সেবামূলক কার্যক্রম আগামীতে অব্যহত থাকবে বলেও জানান তিনি।
© 2024 Probashtime