বেলকুচি সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ বেলকুচিতে জি/আর মামলার ওয়ারেন্ট ভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। বৃহস্পতিবার (২৯ জুলাই) গভীর রাতে সয়দাবাদ ইউনিয়নের ঢাকাগামী মহাসড়ক থেকে চেক পোষ্ট বসিয়ে ২টি জি/আর মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সিরাজগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি শাহাদৎ হোসেন মুন্না (৪০) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত শাহাদৎ হোসেন মুন্না বেলকুচি উপজেলার সুর্বনসাড়া গ্রামের সাবেক কাউন্সিলর সোবাহান মন্ডলের ছেলে।
এ বিষয়ে বেলকুচি থানার অফিসার ইনচার্জ গোলাম মোস্তফা জানান, শাহাদৎ হোসেন মুন্না জি/আর মামলার ২০০৯ ও ২০১১ সালের মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। আমরা গোপন সংবাদের ভিক্তিতে বৃহস্পতিবার রাতে সয়দাবাদ ইউনিয়নে ঢাকাগামী মহাসড়কে চেক পোষ্ট বসিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করেছি।
Leave a Reply