মঙ্গলবার (৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় সফরকারীরা। টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই ওপেনার সৌম্য সরকারের উইকেট হারায় বাংলাদেশ। ৩.৩ ওভারে দলীয় ১৫ রানে জশ হ্যাজলউডের বলে বোল্ড হয়ে ফেরেন সৌম্য। ৯ বলে মাত্র ২ রান করে করেন এ ওপেনার। এরপর জাম্পার বলে আউট হন আরেক ওপেনার নাঈম শেখ। সাজঘরে ফেরার আগে ২৯ বলে ৩০ রান করেন তিনি।
৭ম ওভারে দলীয় ৩৭ রানে দ্বিতীয় উইকেট পতনের পর ইনিংস মেরামতের দায়িত্ব নেন দুই সিনিয়র ক্রিকেটার অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান।৩১ বলে ৩৬ রান তোলা এই জুটি ভাঙে মাহমুদউল্লাহর বিদায়ে। ১৩তম ওভারে হ্যাজেলউডের বলে ম্যাট হেনরিকসের তালুবন্দি হন ২০ বলে ১ ছক্কায় ২০ রান করা মাহমুদউল্লাহ।
এরপর নতুন ব্যাটসম্যান হিসেবে উইকেটে আসেন নুরুল হাসান সোহান।তবে তিনি টাইমিংই করতে পারেননি অ্যান্ড্রু টাইয়ের বলে। ব্যাকওয়ার্ড পয়েন্টে শেষ পর্যন্ত ক্যাচ দিয়ে ফেরার আগে ৪ বলে করেন ৩ রান। এরপর জশ হ্যাজলউডের বলে আউট হন সাকিব। আউট হওয়ার আগে তিনটি চারের সাহায্যে ৩৩ বলে ৩৬ রান করেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। সবশেষ ৭ উইকেট হারিয়ে ১৩১ রান করে স্বাগতিক বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারে তিন উইকেট হারায় অস্ট্রেলিয়া। প্রথম ওভারের প্রথম বলেই আঘাত হানেন মেহেদী হাসান। টার্ন করবেন ভেবে খেলেছিলেন ওপেনার অ্যালেক্স ক্যারি, তবে রাউন্ড দ্য উইকেট থেকে করা বলে বোল্ড হয়ে যান তিনি।
মেহেদীর পর আঘাত হানেন নাসুম আহমেদ।আউট করেন জশ ফিলিপকে। স্টাম্পিংয়ের ক্ষেত্রে টিভি আম্পায়ারের সিদ্ধান্তের জন্য অপেক্ষাই করেননি ফিলিপ। এরপর সাকিবের শিকার হন ময়জেস হেনরিকস। সাকিবের ধীরগতির ফুললেংথের বলটা সুইপের চেষ্টা করেছিলেন হেনরিকস কিন্তু সফল হননি, বোল্ড হয়ে সাজঘরের পথ ধরেন তিনি।
২.১ ওভার তথা ১৩ বলে দলীয় ১১ রানে ৩ উইকেট পতনের পর অধিনায়ক ম্যাথু ওয়েডকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন মিসেল মার্শ।চতুর্থ উইকেটে ৩৮ রানের জুটি গড়ে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হন অস্ট্রেলিয়ান অধিনায়ক ওয়েড। তিনি ২৩ বলে মাত্র ১৩ রান করে ফেরেন।
এরপর নাসুম আহমেদের তৃতীয় শিকার হন অ্যাস্টন অ্যাগার। তার বিদায়ের মধ্য দিয়ে ১৩.২ ওভারে ৭১ রানে ৫ উইকেট হারায় সফরকারীরা।অ্যাগারের পর আবারো আঘাত হানেন নাসুম।তার চতুর্থ শিকার হয়ে সাজরে ফিরেন মিশেল মার্শ। এরপর ১৯তম ওভারে জোড়া আঘাত হানেন শরীফুল।প্রথমে অ্যান্ড্রু টাই, এরপর অ্যাডাম জাম্পা ফেরান তিনি।সবশেষ ৯ উইকেট হারিয়ে মাত্র ১০৮ রান করে অস্ট্রেলিয়া।
You cannot copy content of this page