রাজশাহী প্রতিনিধিঃ করোনা ভাইরাসের টিকা নিয়েছেন রাজশাহী অঞ্চলের পাঠক প্রিয় “দৈনিক গণধ্বনি প্রতিদিন” সম্পাদক ও প্রকাশক ইয়াকুব শিকদার। আজ বেলা পৌনে ১২টায় রাজশাহী পুলিশ হাসপাতাল কেন্দ্রে টিকা নেন তিনি ।
এ সময় ইয়াকুব শিকদার সাংবাদিকদের বলেন, টিকার কোন বিকল্প নেই। কোভিড থেকে বাঁচতে হলে একমাত্র উপায় হচ্ছে টিকা। টিকাটা নিতে হবে এবং টিকা নেয়া দরকার। তিনি আরও বলেন, এই কেন্দ্রে এসে আমার ভালো লাগছে। আরও বিপুলসংখ্যক মানুষ যেন টিকা নেন এ ব্যাপারে আমাদের সচেতন হতে হবে। আর যারা এক ধরনের কুসংস্কারে আছেন তাদের কুসংস্কার থেকে বেরিয়ে আসতে হবে।
কুসংস্কার আছে অনেকের- টিকা নিরাপদ কিনা, কোথা থেকে আসলো, কীভাবে আসলো, আমি ভালো আছি, আমার কোভিড নাই- এটা বলা ঠিক হবেনা। টিকা সবাইকে নিতে হবে।
Leave a Reply