নিজস্ব প্রতিবেদকঃ পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দাপুটে জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে প্রানঢালা অভিনন্দন জানিয়েছেন ইতালী আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল।
আজ এক অভিনন্দন বার্তায় বাংলাদেশ ক্রিকেট দলের সকল খেলোয়াড়, কর্মকর্তা, কোচসহ সংশ্লিষ্ট সকলকে প্রাণঢালা অভিনন্দন জানান হাসান ইকবাল।
অভিনন্দন বার্তায় হাসান ইকবাল বলেন, শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ম্যাচেও বিশাল জয় আমাদের খেলোয়াড়দের লড়াকু মানসিকতার বহিঃপ্রকাশ। ৬৭ রানে ৫ উইকেট পড়ে যাওয়ার পর দুই তরুণ ক্রিকেটার আফিফ হোসেন ও নুরুল হাসান যেভাবে ম্যাচটাকে ঘুরিয়ে দিয়েছে তা প্রশংসনীয়।
তিনি টি- টোয়েন্টি সিরিজ জয়লাভের আশাবাদ ব্যক্ত করে বলেন, আমি আশা করি পারফরম্যান্সের এ ধারাবাহিকতা টুনামেন্টের বাকী ম্যাচগুলোতেও বজায় থাকবে এবং বাংলাদেশ সিরিজ জয় লাভ করবে। আমি বাংলাদেশ ক্রিকেট দলের সার্বিক সাফল্য ও মঙ্গল কামনা করছি।
Leave a Reply