নিজস্ব প্রতিবেদকঃ রাজশাহীতে মানবাধিকার সংগঠন "ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন"(আইএইচসিআরএফ) করোনাকালীন দূর্যোগে অসহায় ও দুস্থদের মাঝে টানা ২০ দিন ধরে চলছে খাবার বিতরণ।
বৃহস্পতিবার (৫ আগষ্ট) রাজশাহী নগরীর ভদ্রা জামালপুর মাজার সংলগ্ন রেললাইনের পাশের বস্তিতে ১৫০ জন দুস্থ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন তারা।
সবসময় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়ে আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় সভাপতি মিজানুর রহমান পাইলট ও সাধারণ সম্পাদক সাংবাদিক সাগর নোমানীর সার্বিক তত্বাবধানে এ খাবার বিতরণ কর্মসূচি পালিত হয়।
এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুরাগ কমিউনিটি সেন্টারের স্বত্বাধিকারী কাজী আসাদুর রহমান টিটু,দৈনিক সকালের সময়ের ব্যুরো প্রধান শাহিনুর রহমান সোনা, দৈনিক স্বদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান আল আমিন হোসেন, বিডি সোশ্যাল নিউজ ব্যুরো প্রধান জুয়েল আহমেদ, দৈনিক উপচারের প্রতিনিধি আসগর আলী সাগর, নাঈম হাসান, সীমিত নাহার হিমেল প্রমুখ।
এছাড়াও ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের প্রচার সম্পাদক মাসুক খান, সহ-মহিলা বিষয়ক সম্পাদক শিরিন আক্তার, আদিল হোসেন, আরিফুল ইসলাম আরিফ প্রমুখ উপস্থিত ছিলেন ।
You cannot copy content of this page