প্রতিনিধি, নাগরপুর (টাঙ্গাইল )
সরকারিভাবে সারা দেশের ন্যায় নাগরপুর ১২ টি ইউনিয়নের করোনাভাইরাসের টিকাদান কার্যক্রম শুরু হচ্ছে। ৩ আগস্ট সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এই তালিকা প্রকাশ করা হয়।
ভার্চুয়াল মিটিং অনুষ্ঠানে প্রধান অতিথি স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটু গণটিকাদান কার্যক্রম বিষয়ক দিকনির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন এবং সকলের পরামর্শে টিকাদান কেন্দ্র নির্বাচন করেন।
ভার্চুয়াল মিটিং এ সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান।
আগামী ৭ আগস্ট থেকে উপজেলার সকল ইউনিয়নে সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ১৮ বছরের ঊর্ধ্বে সকল নারী-পুরুষকে টিকা দেওয়া হবে।
জানা গেছে, উপজেলার ভারড়া ইউনিয়নে ভারড়া উমেশচন্দ্র উচ্চ বিদ্যালয়ে ৯, ১১ ও ১২, সহবতপুর ইউনিয়নে কাজীর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৯, ১১ ও ১২, গয়হাটা ইউনিয়নে মোল্লা পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭, ৮ ও ১১, নাগরপুর ইউনিয়নে নাগরপুর যদুনাথ পাইলট উচ্চ বিদ্যালয়ে ৯, ১১ ও ১২, সলিমাবাদ ইউনিয়নে সলিমাবাদ ইউনিয়ন বালিকা উচ্চ বিদ্যালয়ে ৭, ৯ ও ১২, দপ্তিয়র ইউনিয়নে নিশ্চিন্তপুর দক্ষিণ কমিউনিটি ক্লিনিকে ৭, ৮ ও ১১, ভাদ্রা ইউনিয়নে ভাদ্রা উপ স্বাস্থ্য কেন্দ্রে ৭, ৮ ও ১১, ধুবড়িয়া ইউনিয়নে ডহর পাচুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭, ৮ ও ১১, মামুদনগর ইউনিয়নে মামুদনগর উচ্চ বিদ্যালয়ে ৯, ১১ ও ১২, মোকনা ইউনিয়নে লাড়ুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭, ৯ ও ১২, পাকুটিয়া ইউনিয়নে বাগজান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭, ৯ ও ১২ এবং বেকড়া ইউনিয়নে বেকড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৭, ৯ ও ১২ আগস্ট টিকা দেওয়া হবে।
উল্লেখ্য- টিকা গ্রহনের সময় অবশ্যই ভোটার আইডি কার্ড নিয়ে আসতে হবে।
Leave a Reply