ফরিদপুরের ভাঙ্গায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামালের ৭২-তম জন্মদিন পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা প্রশাসনের অয়োজনে উপজেলা পরিষদ চত্বরে তার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মুক্তিযোদ্ধা, প্রশাসন সহ নানা শ্রেনী পেশার লোকজন। পরে উপজেলা শিক্ষা অফিসার মুন্সী রুহুল আসলামের সঞ্চালনায় নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সভাপতিত্বে উপজেলা সেমিনার কক্ষে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এস.এম হাবিবুর রহমান, সহকারী কমিশনার(ভূমি) ব্যারিষ্টার সজিব আহমেদ, ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান, আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আকরামুজ্জামান রাজা, কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম,এ ওয়াদুদ, বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার ইমারত হোসেন, জাকির হোসেন খসরু, ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন আহমেদ, মোতালেব মাতুব্বর, রেজাউল হাসনাত দুদু মিয়া, কাওসার ভূঁইয়াসহ শতাধিক মুক্তিযোদ্ধা প্রমুখ।
Leave a Reply