৩৩৩ (ট্রিপল থ্রি) নম্বরে কল করে সহায়তা চেয়ে আবেদনের প্রেক্ষিতে খাদ্য সহায়তা পেয়েছে নড়াইলে ৮০টি পরিবার। বুধবার (৪ আগস্ট) দুপুরে নড়াইল সদর উপজেলা কোয়াটার চত্বরে এসব খাদ্য সহায়তা তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম।
এসময় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা উপস্থিত ছিলেন। খাদ্য সহায়তার মধ্যে ছিলো ১০ কেজি চাল, ১কেজি ডাল ও ১কেজি তেল।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া ইসলাম বলেন, লকডাউনে কর্মক্ষম ও ক্ষতিগ্রস্থরা খাদ্য সহায়তার জন্য ৩৩৩ নম্বরে ফ্রি কল করছেন। তাদেরকে আমরা খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছি। এ পর্যন্ত নড়াইল সদর উপজেলায় ৮৩৫জন অসহায় ও দুঃস্থ্য ব্যক্তিকে এ সহায়তা প্রদান করা হয়েছে।
এছাড়াও বুধবার (৪ আগস্ট) নড়াইলের লোহাগড়া উপজেলায় করোনায় কর্মহীন ৮০ জন পরিবহন শ্রমিকের মাঝে খাদ্যসামগ্রী ও অসহায় মায়েদের মাঝে শিশু খাদ্যসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার রোসলিনা পারভীন।#
Leave a Reply