নাগরপুর, প্রতিনিধিঃ
নাগরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল ৮.৩০ মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন।
পড়ে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ জাতীয় কর্মসূচীর সঙ্গে সঙ্গতি রেখে পুরস্কার, ঋণ ও এ্যাসিসটিভ ডিভাইস বিতরণ করা হয়। উক্ত আলোচনা সভায় স্থানীয় সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন।
এছাড়াও বিভিন্ন রাজনৈতিক,সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত ই জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারিন মসরুর,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো .হুমায়ন কবীর,মহিলা ভাইস চেয়ারম্যান সামিয়া বেগম শিপ্রা,নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সরকার আবদুল্লাহ আল মামুন, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সুজায়েত হোসেন, গোলাম ছরোয়ার ছানা ও বীর মুক্তিযোদ্ধ নীরেন্দ্র কুমার পৌদ্দার প্রমূখ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর প্রতিনিধি তাঁর ব্যাক্তিগত সচিব ইমু হোসাইন সহ বিভিন্ন অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
আলোচনা শেষে অনলাইনে স্কুল ভিত্তিক প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার, যুব উন্নয়ন কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্যে ঋণ বিতরণ ও পল্লী সঞ্চয় ব্যাংকের পক্ষ থেকে করোনা রোগীদের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অক্সিজেন সিলিন্ডার দেওয়া হয়।
You cannot copy content of this page