নাগরপুর, প্রতিনিধিঃ
নাগরপুরে নানা কর্মসূচির মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (১৫ আগস্ট) সকাল ৮.৩০ মিনিটে উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ।
উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবর আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো.ফারুক হোসেনের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো .হুমায়ন কবীর,উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সদর ইউপি চেয়ারম্যান এ কে এম কামরুজ্জামান মনি, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এবং সাবেক চেয়ারম্যান মো.আনিসুর রহমান আনিস,সাংগঠনিক সম্পাদক মো.শাহিদুল ইসলাম অপু, মো.জাহিদুল ইসলাম জাহিদ,শেখ শামছুল হক,ত্রাণ ও সমাজ কল্যান বিষয়ক সম্পাদক মো.উজ্জল হোসেন মোল্লা, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মো.কহিনুর ইসলাম, ছাত্রলীগের সভাপতি আজিম হোসেন রতন এবং সাধারণ সম্পাদক মো. সজিব মিয়া সহ বিভিন্ন ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগ এবং ছাত্রলীগ নেতাকর্মীবৃন্দ।
এ সময় আরো উপস্থিত ছিলেন, স্থানীয় সাংসদ আহসানুল ইসলাম টিটুর প্রতিনিধি তাঁর ব্যাক্তিগত সচিব ইমু হোসাইন।
You cannot copy content of this page