প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৮:০৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৬, ২০২১, ১২:৪৭ অপরাহ্ণ
শোক দিবসে আইএইচসিআরএফ’র মিলাদ মাহফিল ও তবারক বিতরণ
রাজশাহী প্রতিনিধি : রাজশাহীতে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন এর আয়োজনে দোয়া মাহফিল ও খাবার বিতরণ করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বাদ আসর রামচন্দ্রপুর, টিকাপাড়া ঈদগাহ সংলগ্ন আইএইচসিআরএফ রাজশাহী বিভাগীয় কার্যালয়ে এই আয়োজন করা হয়।
ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস্ ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগষ্ট রাতের শাহাদাতবরণকারী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-সহ তার পরিবারের সকল সদস্যের আত্মার মাগফিরাত কামনা করে মিলাদ মাহফিল ও দোয়ার আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজশাহী প্রেসক্লাবের সানেক সভাপতি ও আজীবন সদস্য সাংবাদিক-কলামিস্ট গোলাম সারোয়ার, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান,রাজশাহী মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি নাইমুল হুদা রানা ও অনুরাগ কমিউনিটি সেন্টারের সত্ত্বাধিকারী আসাদুল রহমান টিটু।
এ সময় অতিথি হিসেব আরও উপস্থিত ছিলেন আইএইচসিআরএফ এর সাধারণ সম্পাদক সাগর নোমানী, বিডি সোস্যাল নিউজের জুয়েল আহম্মেদ, ভোরের আভা ২৪ ডককমের সম্পাদক ও প্রকাশক রেজাউল করিম, স্বদেশ প্রতিদিনের ব্যুরো প্রধান আল আমিন হোসেন প্রমুখ।
এছাড়াও আইএইচসিআরএফ রাজশাহীর সহঃ সভাপতি গোলাম সারোয়ার জুয়েল, যুগ্ম সাধারণ সম্পাদক রায়হানুল ফেরদৌস রাসেল, জন কল্যাণ বিষয়ক সম্পাদক- সাজেদুল হক টিটু, মহিলা বিষয়ক সম্পাদক- ফারজানা হক, সহ মহিলা বিষয়ক সম্পাদক- শিরিন আক্তার, সদস্য ওয়াহিদুল ইসলাম তুষার, রাবু, আদিল হোসেন, আইয়ুব, আরিফুল ইসলাম আরিফ, কাউসার আহম্মেদ, রনি, হাকিম প্রমুখ।
মিলাদ মাহফিলে দোয়া পরিচালনা করেন বাশার রোড সুজাউদ্দৌলা মসজিদের ইমাম মাওলানা কামাল হোসেন।
© 2024 Probashtime