জাতীয় শোক দিবস উদযাপন উপলক্ষে রাজশাহী গণপূর্ত অধিদপ্তর ২০০ জন দুস্থ মানুষের মাঝে ত্রান বিতরণ করেছেন।
১৫ আগস্ট রবিবার বিকেল ৩টায় গণপূর্ত অধিদপ্তর রাজশাহী ক্যাম্পাসে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন গণপূর্ত অধিদফতর জাতীয় শোক দিবসে এই ব্যতিক্রমী কর্মসূচি বাস্তবায়িত হয় ।
সংস্থাটির সকল পর্যায়ের কর্মকর্তাদের একদিনের বেতনের টাকা দিয়ে সারাদেশে অসংখ্য গরীব ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান প্রকৌশলী মোহাম্মদ শামীম আখতারের উদ্যোগে ও তত্বাবধানে গণপূর্ত অধিদফতর এ উদ্যোগ নেয়। অনলাইন ভার্চুয়াল প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে একযোগে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্ধোধন করেন গৃহায়ণ গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি। ভার্চুয়ালে আরো যুক্ত ছিলেন পূর্ত সচিব মোঃ শহীদ উল্লা খন্দকার।
রাজশাহীতে ত্রাণ বিতরণ কার্যক্রমে জাতির পিতার জীবনের আলোকে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন রাজশাহী গণপূর্ত জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ খালেকুজ্জামান চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন রাজশাহী গণপূর্ত বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মাসুদ রানা, গণপূর্ত জোন রাজশাহীর নির্বাহী প্রকৌশলী ফেরদৌস শাওনেওয়াজ কান্তা, গণপূর্ত বিভাগ-২ এর নির্বাহী প্রকৌশলী মোঃ মোস্তাফিজুর রহমান, পিঅ্যান্ডডি বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান, পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি, রাজশাহী জেলা শাখার সভাপতি মোঃ ছাইদুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আয়াতুল্লাহ্, বাংলাদেশ গণপূর্ত অধিদফতর শ্রমিক কর্মচারী ইউনিয়ন (জাতীয় শ্রমিক লীগ অন্তর্ভুক্ত) জেলা কমিটি রাজশাহীর সভাপতি মোঃ বাবর আলী, সাধারণ সম্পাদক মোঃ হুমায়ুন কবিরসহ গণপূর্ত অধিদপ্তর, রাজশাহীর সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উপ-বিভাগীয় প্রকৌশলী এ,এম ইফতেখার মজিদ জানান, মোট ২০০ প্যাকেট ত্রাণ বিতরণ করা হয়। প্রতিটা প্যাকেটে ১০ কেজি চাউল, ০১ কেজি মসুর ডাল, ১ লিটার তেল সহ আলু, পেয়াজ, সাবান, লবণ ও মাস্ক দেওয়া হয়েছে।
উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ রবিবার ইসলাম খান জানান, জাতীয় শোক দিবস উপলক্ষ্যে গণপূর্ত অধিদপ্তরের সারা দেশের একই কার্যক্রমের অংশ হিসেবে সকালে জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, বাদ জোহর গণপূর্ত ক্যাম্পাস মসজিদে দোয়া অনুষ্ঠান ও বিকেলে ত্রাণ বিতরণ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
Leave a Reply