প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৮, ২০২৫, ৭:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ১৭, ২০২১, ৮:৩৫ পূর্বাহ্ণ
রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্টে ইমারত শ্রমিকের মৃত্যু
নিজস্ব প্রতিনিধিঃ রাজশাহী নগরীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকাল ১০টার দিকে নগরীর মতিহার থানার বাযে কাজলা পুরাতন বৌ-বাজার এলাকার একটি তিনতলা ভবনে এ দূর্ঘটনা ঘটে।
মৃত শফিকুল ইসলাম (২৬) রাজশাহী জেলার চারঘাট থানার টাংগন (পূর্বপাড়া) এলাকার মুকুল সরদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ইমরাত শ্রমিক শফিকুল ইসলাম রাবির এক কর্মচারীর তিন তলা ভবনে প্লাষ্টারের কাজ করছিলো। সেই বিল্ডিং-এর ১ ফুট পাশ দিয় যাওয়া ১১ হাজার ভোল্ট বৈদ্যুতিক তারের সাথে হটাৎ তার শরীর ঠেকে যায়। এ সময় সে চিৎকার দিয়ে ওঠে। পরে সেখানেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। লাশ বিল্ডিং-এ কাজের জন্য যে মাচা করা ছিলা তার উপর ঝুলে ছিল।
খবর পেয়ে মতিহার থানার এসি মো. হাফিজুর রহমান, মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান ও সঙ্গীয় ফোর্স দ্রুত ঘটনাস্থলে আসেন।
এ সময় শত শত উৎসুক জনতা সেখান ভিড় জমায়। খবর পেয়ে মহানগর ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত হয়ে প্রায় ৪০ মিনিট চেষ্টা করে নিহত ব্যক্তির লাশ উদ্ধার করেন।
মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিদ্দিকুর রহমান জানান, মহানগরীর কাজলা বৌ-বাজার সংলগ্ন একটি ৩য় তলা ভবন নির্মান কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ইমারত শ্রমিকের মৃত্যু হয়েছে। লাশ উদ্ধার করা হয়েছে। এ ব্যপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
© 2024 Probashtime