সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় ১০ গ্রাম হেরোইনসহ উপজেলা প্রশাসনের কাছে অতীতে আত্নসমর্পণ করা বেদেনা খাতুন (৩২) নামের এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।
বৃহস্পতিবার (২৬ আগস্ট) সকাল সাড়ে ৪টার দিকে উপজেলার জামতৈল উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে হেরোইনসহ তাকে আটক করা হয়। আটককৃত বেদেনা খাতুন (৩২) উপজেলার জামতৈল উত্তরপাড়ার আইয়ুব আলীর স্ত্রী।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম জানান, গোপণ সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে জামতৈল এলাকায় অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ১০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ১ লাখ টাকা। কামারখন্দ থানায় হস্তান্তর করে দুপুরে তাকে সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, ২০১৯ সালের ৩১ মার্চ কামারখন্দ উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করে উপজেলা প্রশাসন। মাদকমুক্ত ঘোষণার আগে উপজেলা প্রশাসনের কাছে আত্মসমর্পণ করেছিলেন এই মাদক ব্যবসায়ী বেদেনা খাতুন।
Leave a Reply