টাঙ্গাইল ( নাগরপুর) প্রতিনিধি
টাঙ্গাইলে নাগরপুরে বাবনাপাড়া এলাকায় মোহাম্মদিয়া হাফেজিয়া সিদ্দিকিয়া মাদ্রাসার ওয়াক্ফ
এস্টেট এর ৩ বছরের অন্তবর্তীকালীন উপদেষ্টা কমিটি গঠিত।
২৪ আগস্ট ওয়াক্ফ প্রশাসনের সহকারী প্রশাসক(ভারপ্রাপ্ত) মো: মাছুদুর রহমান সিকদার স্বাক্ষরিত প্রেরিত পরিপত্রে জানা গেছে।
বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন কার্যালয় সুত্রে জানা গেছে, মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসার ওয়াক্ফ
এস্টেটের নানান ধরনের জটিলতা সৃষ্টি হয়।
এমন অবস্থায় এস্টেট কে সুষ্ট ব্যবস্হাপনা ও নিয়ন্ত্রন প্রতিষ্টা করার লক্ষে গত ২৪/০৮/২০২১ ইং তারিখে অন্তবর্তীকালীন উপদেষ্টা ও কার্যকরী কমিটি অনুমোদন দেয়।
মোতাওয়াল্লাীক মোনায়েম হোসেন টুটুলের গত ১২/০২/২০২১ ইং তারিখের আবেদনের প্রেক্ষিতে ওয়াক্ফ
প্রশাসন কার্যালয় গত ২৪/০৮/২০২১ ইং তারিখের ১৬.০২.০০০০.০২১.৩১.০৫১.১৬.১০১(৩) নং স্মারকাদেশে মোতাওয়াল্লাীকে ৩ বছরের জন্য নয় সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে।
মোহাম্মদিয়া হাফেজিয়া মাদ্রাসা ওয়াক্ফ এস্টেট সুষ্ট ভাবে পরিচালনা করার জন্য প্রধান উপদেষ্টা মীর মুশফীক হোসেন,উপদেষ্টা মো.নাছির উদ্দিন, মো.ফিরোজ মাহমুদ,মো.আবু তালেব,মো.শফিকুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ মিঞা, ডা.মো.মঞ্জুরুল ইসলাম,শামীম আহম্মেদ এবং আঃ মান্নানকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়।
Leave a Reply